আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ'র রহমতে সবাই ভাল আছেন আজ আপনাদের সামনে আমি পুনরায় হাজির হলাম। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনি আপনার ব্লগার ব্লগের লেভেলকে ড্রপ ডাউন মেনুতে রূপান্তর করবেন।
তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে লেভেল কি পুরাতন বা অভিজ্ঞ ব্লগার রা হয় তো জানানে কিন্তু নতুন ব্লগার দের জন্য আমি লেভেল এর একটি ছবি নিচে এড করে দিচ্ছি।
- এবার আসল কাজ শুরু করা যাক। প্রথমে আপনার ব্লগার এ্যাকাউন্টে লগ ইন করুন। (এতে ইমেইল আর পাসওয়ার্ড ব্যাভার করুন)
- এবার আপনার ব্লগার ড্যাসবোর্ড (Dashboard) থেকে Template অপশন সিলেক্ট করুন।
- এবার আপনি Edit Html এ ক্লিক করুন, এবার নতুন বক্স আসলে Process এ ক্লিক করুন।
- Expand Widget Template লেখার পাশে টিক চিহ্ন দিতে হবে নাহ।
- এবার Contrl+F অর্থাৎ Contrl আর F বাটন একসাথে চেপে ধরুন।
- এবার একটি সার্চ বক্স আসবে এখন আপনি এখানে নিচের কোডটি সার্চ করুন।
<b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’>
আশা করি কোডটি পেয়ে গেছেন। এবার এই কোডটি মুছে নিচের কোডটি এই কোডটির স্থানে স্থাপন করুন।
b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’> <b:includable id=’main’> <b:if cond=’data:title’> <h2><data:title/></h2> </b:if> <div class=’widget-content’> <br/> <select onchange=’location=this.options[this.selectedIndex].value;’ style=’width:200px’> <option>Label Gadget Name</option> <b:loop values=’data:labels’ var=’label’> <option expr:value=’data:label.url’><data:label.name/> </option> </b:loop> </select> <b:include name=’quickedit’/> </div> </b:includable> </b:widget>
এবার Save বাটনে ক্লিক করুন। আপনার কাজ হলে অবশ্যই কমেন্ট করবেন। আর কোন সমস্যা হলে জানাবেন।
This site computer knowledge site.visit this site
ReplyDelete